প্যালিনড্রোম ৭
১. ইরা রাহাকে হারা, রাই! ২. ইরা সাহাকে হাসা, রাই! ৩. রাই রাহাকে হারা, ইরা! ৪. রাই সাহাকে হাসা, ইরা! ৫. নীরা রাহাকে হারা, রানী! ৬. নীরা সাহাকে হাসা, রানী! ৭. রানী রাহাকে হারা, নীরা! ৮. রানী সাহাকে হাসা, নীরা! ৯. লাহা বেচে বেহালা। ১০. নালক ঠকল না। 'ঠকল'-র জায়গা নিতে পারে: আঁকল, ছকল (অর্থাৎ 'ছক কষল'), ঝুঁকল, ঠুকল, ঠেকল, ডাকল, ঢাকল, ঢুকল, তাকল, থাকল, পাকল, বকল, বাঁকল, হাঁকল। ১১. ও ইতু, নেয়ে খেয়ে নে তুইও। এটাকে ভেঙে পাওয়া যায় " ইতু, নেয়ে খেয়ে নে তুই। ", " নেয়ে খেয়ে নে। " " ও ইতু, নেয়ে নে তুইও। ", " ইতু, নেয়ে নে তুই। ", " নেয়ে নে। ", " ও ইতু, নে তুইও। ", " ইতু, নে তুই। " ১২.১ তুমিও খাসি খাও, মিতু। ১২.২ ও ইতু, খাসি খা তুইও। দ্বিতীয়টার লেজা-মুড়ো কেটে পাই " ইতু, খাসি খা তুই। "; 'খাসি'-র বদলে 'খাদ্য' ও 'খানা'-ও খাওয়ানো যেতে পারে। ১৩. রবি, আছে কার কাছে আবির? ১৪. কফির টাকাটা, রফিক? ১৫. রবি কবে পা টেপাবে কবির? ১৬. শুবি না খাবি খানা, বিশু?...