প্যালিনড্রোম ২
সমানুলোমবিলোম রচনাবলীর দ্বিতীয় পর্ব।
আর কর্তা-ক্রিয়ার মধ্যে কয়েকটি শব্দ গুঁজে দিয়ে বাক্যগুলির কোন-কোনটি আরো লম্বাও করা যায়:-
এই বাক্যটির অতিরিক্ত বিশেষত্ব এই যে, এটিকে ভেঙে কিংবা ওলটপালট ক'রে আরো অনেক সমানুলোমবিলোম বাক্য তৈরি করা যায়:-
ভাগ ১
'সে' সর্বনামের পর একাধিক ক্রিয়াপদ বসিয়ে ছোট-ছোট সমানুলোমবিলোম বাক্য গড়া যায়:-
- সে আসে।
- সে ফাঁসে।
- সে বসে।/সে ব'সে।
- সে ভাসে
- সে হাসে।
আর কর্তা-ক্রিয়ার মধ্যে কয়েকটি শব্দ গুঁজে দিয়ে বাক্যগুলির কোন-কোনটি আরো লম্বাও করা যায়:-
- সে আর আসে?
- সে বনে বসে।/সে বনে ব'সে।
- সে বটে বসে।/সে বটে ব'সে।
['বটে' অর্থাৎ বটগাছে। উপরের বসা-বিষয়ক চারটি বাক্যই বৃন্দাবনের কৃষ্ণকিশোর সম্পর্কেও বলা চলে, পেত্নি-শাকচুন্নি সম্পর্কেও বলা চলে।]
- সে হাহা হাসে।
ভাগ ২
- বেনেটা শিশিটা দেবে, বেদেটা শিশিটা নেবে।
এই বাক্যটির অতিরিক্ত বিশেষত্ব এই যে, এটিকে ভেঙে কিংবা ওলটপালট ক'রে আরো অনেক সমানুলোমবিলোম বাক্য তৈরি করা যায়:-
- বেনেটা শিশি দেবে, বেদে শিশিটা নেবে।
- বেনে শিশিটা দেবে, বেদেটা শিশি নেবে।
- বেনে শিশি দেবে, বেদে শিশি নেবে।
- দেবে শিশি বেনে, নেবে শিশি বেদে।
- বেনেটা দেবে, বেদেটা নেবে।
- বেনে দেবে, বেদে নেবে।
- দেবে বেনে, নেবে বেদে।
- বেনে-বেদে দেবে-নেবে।
- বেনে নেবে।
- নেবে বেনে।
- নেবে না বেনে।
- নেবে কি বেনে?
- বেনে কি নেবে?
- বেদে দেবে।
- দেবে বেদে।
- দেবে না বেদে।
- দেবে কি বেদে?
- বেদে কি দেবে?
পুনশ্চ: বেদের নেওয়াটাকে বেনের দেওয়ার আগে ঘটালেও সমানুলোমবিলোম বাক্য পাওয়া যেতে পারে বটে -- তবে না দিলে যেহেতু নেওয়া সম্ভব (অথবা উচিত) নয়, সেহেতু সেধরনের বাক্য উপরের তালিকায় স্থান পায়নি।
পুনঃপুনশ্চ: 'টা'গুলোকে 'টি' ক'রে দিলেও চলবে, কিন্তু উপরের প্রত্যেকটি বাক্যই যেহেতু সামান্য-অবজ্ঞাপূর্ণ (সংশ্লিষ্ট ব্যক্তিদের নামোল্লেখ না ক'রে একেবারে জাত তোলা হয়েছে কি-না!), সেহেতু 'টি' লেখার নেকামিটি আর করিনি।
(পুনঃ)২পুনশ্চ: 'শিশি'-র বদলে 'টাকা'-লেনদেনও করা যায় সমানুলোমবিলোমভাবে, তবে ক'টা 'টা' আছে আর কোথায়-কোথায়, সে-বিষয়ে একটু সাবধানী হতে হবে:
- বেনে টাকাটা দেবে, বেদে টাকাটা নেবে।
(পুনঃ)৩পুনশ্চ: 'বেনে নেবে'-র মধ্যে দুটি শব্দ বসিয়ে দাদাঠাকুর আমাদের আগেই দিয়ে গেছেন 'বেনে তেল সলতে নেবে'।
(পুনঃ)৪পুনশ্চ: বেদের দেওয়া কিংবা বেদেকে দেওয়া নয় আরো কয়েকটা:
(পুনঃ)৪পুনশ্চ: বেদের দেওয়া কিংবা বেদেকে দেওয়া নয় আরো কয়েকটা:
- বেদেকে টাকাটা কে দেবে?
- কে দেবে টাকাটা বেদেকে?
'টাকাটা'র জায়গায় 'শিশি', 'টাটটা' ('টাট' = তামার পাত্রবিশেষ), 'টিয়াটি', 'টিকাটি', 'নবজীবন' হলেও চলবে।
- বেদে নয়া বয়ান দেবে।
- দেবে নয়া বয়ান বেদে?
ভাগ ৩
'ছেলে'র পরে খেলেছে, খুলেছে, গলেছে, গিলেছে, গুলেছে, গেলেছে, চলেছে, চেলেছে, ছলেছে, ছুলেছে, জ্বলেছে, জ্বেলেছে, ঝুলেছে, টলেছে, ডলেছে, ঢলেছে, ঢুলেছে, ঢেলেছে, তুলেছে, দলেছে, দুলেছে, পেলেছে, ফুলেছে, ফেলেছে, বলেছে, বেলেছে, ভুলেছে, মলেছে, মিলেছে, মুলেছে, মেলেছে, হেলেছে বসিয়েও অর্থবহ সমানুলোমবিলোম বাক্য গড়া যায়।
'ছেলে বলেছে'-টাতে আরো কয়েকটা শব্দ যোগ করে পাওয়া যায় দাদাঠাকুরের এই অসাধারণ সৃষ্টি -- 'চেনা সে ছেলে বলেছে সে নাচে'; আমিও 'ছেলে বলেছে'-কে অবলন্বন ক'রে আরো কয়েকটা সমানুলোমবিলোম বাক্য দিচ্ছি:
- বখা ছেলে বলেছে, "খাব!"
অমিয়বাবুর ছোটছেলে পরমানন্দের জীবনের ষোলটি বছর পূর্ণ হতে না হতেই বখে যাওয়ার ষোলকলা কিন্তু পূর্ণ হয়ে গেছে -- মদের গন্ধ নাকে গেলেই "খাব" "খাব" রব তোলে।
---------------
অন্যান্য ক্রিয়াপদ ব্যবহার ক'রে:
- পচা ছেলে বলেছে, "চাপ!"
- বকাটে ছেলে বলেছে, "টেকাব।"
- বোকাটে ছেলে বলেছে, "টেকাবো।"
---------------অন্যান্য ক্রিয়াপদ ব্যবহার ক'রে:
Comments
Post a Comment