প্যালিনড্রোম ৬
১. জবা কি ফাঁকিবাজ?
২.১. ইরাকে ডাকে রাই।
২.২. ইরাকে বকে রাই।
২.৩. রাইকে ডাকে ইরা।
২.৪. রাইকে বকে ইরা।
শেষ চারটি আমি রাই আর ইরা নামের দুই মহিলার কথা মাথায় রেখে রচনা করেছিলাম। কিন্তু আমার দুই অগ্রজস্থানীয়, সদৃশমনা, বাংলাভাষানুরাগী বন্ধু অভ্র ও আবীর চট্টোপাধ্যায় লক্ষ্য করেন যে, প্রথমটিকে 'ইরাক-এ ডাকে রাই' এইভাবেও ভাবা যায় -- অর্থাৎ কি-না রাই ঊহ্য ব্যক্তিকে ইরাকদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছে। আবার ফেসবুক-বন্ধু অর্ণব মুখার্জি প্রথমটির একটিমাত্র অক্ষর বদলে 'ইরাকে থাকে রাই' এই প্যালিনড্রোমটি দেন। হয়ত 'ইরাকে হাঁকে রাই'-ও চলতে পারে -- মানে ইরাকদেশে গিয়ে রাই হাঁকাহাঁকি করছে।
৩. রতি, হাওদা দাও হাতির।
রতিকান্ত-নামক মাহুতের কাছ থেকে কেউ তার হাতির 'হাওদা' (হস্তিপৃষ্ঠে স্থাপনীয় আসনবিশেষ) চাইছে।
৪. টাক লোক ঠকলো ক'টা?
ইন্দ্রলুপ্ত-সমস্যার 'অব্যর্থ' স্বপ্নাদ্য দিব্যৌষধের বিক্রেতা 'সিদ্ধপুরুষ'টিকে তার শাগরেদ কি দিনান্তে, একান্তে এই প্রশ্ন করতে পারে না? লোক-ঠকানো যাদের পেশা, তারা যে 'ক'জন লোক' না ব'লে 'ক'টা লোক' বলবে, তাতে আর আশ্চর্য কি? আর 'টাক' বিশেষ্যও হয় (যেমন 'টাক পড়া', 'টাক ঢাকা' ইত্যাদি), আবার বিশেষণও হয় (যেমন 'টাক মাথা') -- এক্ষেত্রে 'টাক' আর 'টেকো' সমার্থক।
৫. নীরার কুকুর রানী।
৬. "কেবল রামকলা চাই," চালাক মরাল বকে।
আলোচ্য বাক্যে 'মরাল' বলিতে পক্ষিবিশেষকে নহে, বরং মরালচন্দ্র ভট্টাচার্য স্মৃতিতীর্থ-নামক পুরোহিতকেই বুঝাইয়াছি। সরস্বতীর বাহনের নামে যে সংস্কৃতজ্ঞ পিতা স্বপুত্রের নাম রাখিবেন, তাহাতে আশ্চর্য কি? আর পূজাকালে যজমানকে তিরস্কার করিয়া রামরম্ভা প্রভৃতি যে-কোন অভীষ্ট বস্তুই যে আদায় করা সম্ভব, ইহা যিনি বুঝেন, তিনি কি 'চালাক'-পদবাচ্য নহেন?
৭. মিছিল ছেড়েছে লছিমি।
'লক্ষ্মী'-র 'লছিমি' রূপান্তরটি মধ্যযুগীয় বৈষ্ণব পদাবলী-সাহিত্যে পাওয়া ত যায়ই, সেইসঙ্গে বর্তমান পশ্চিম বাংলার পশ্চিমে স্ত্রীলোকের নাম হিসাবে আজও প্রচলিত। প্রৌঢ়া লছিমি মাহাতো কোন-এক রাজনৈতিক মিছিলে শামিল হয়েছিলেন বটে, কিন্তু আর হাঁটতে না পেরে এখন একটা গাছতলায় ব'সে একটু জিরিয়ে নিচ্ছেন।
৮. জানলা খোলান জা।
মল্লিকবাড়ির চিক-দেওয়া, খড়খড়িওয়ালা, বড়-বড় জানলা গরমকালে দুপুরবেলা বন্ধ রাখা হয় ঘর ঠান্ডা রাখার জন্য -- বেলা পড়লে চাকররা জানলাগুলো খোলে আর তত্ত্বাবধান করেন বাড়ির বড়বউ। একদিন বড়বউয়ের ভাতঘুম ঠিকসময় ভাঙল না, তাই জানলাগুলো খোলাতে দেরি হয়ে গেল। বুড়ি বিধবা পিসিমণি কাশীতে থাকেন, কয়েকদিনের জন্য ভাইয়ের বাড়ি থাকতে এসেছিলেন -- সুয্যি ডুবুডুবু তবু জানলাগুলো খোলা হয়নি দেখে ছোটবউয়ের কাছে তদারক করতে এলেন। ছোটবউও সাফ জানিয়ে দিল যে, চাকরদের দিয়ে জানলা খোলানোর দায়িত্বটা তার বড়জার।
৯. ইলাকে কেলাই।
এক অশিষ্টভাষী, নৃশংস বধূনির্যাতকের নির্লজ্জ, সমানুলোমবিলোম স্বীকারোক্তি।
১০. ন'দি ইলাকে লাই দিন।
সেজো আর ছোটর মধ্যে কেউ থাকলে সে 'ন' হয়, যেমন ন'দাদা, ন'বউ ইত্যাদি; আর দিদি সমাসে উত্তরপদ হ'লে ত 'দি' ক'রে নেওয়া হয়েই থাকে। বক্তার তাৎপর্য যে তাঁর অগ্রজাদের মধ্যে জন্মক্রমে যিনি চতুর্থ, তিনি ইলা-নাম্নী কোন এক বয়ঃকনিষ্ঠাকে যথেচ্ছ প্রশ্রয় দিতে পারেন, কিন্তু তিনি নিজে দেবেন না।
১১. ইরানে আম আনে রাই।
রাই নামের কোন ব্যবসায়ী ইরানে গিয়ে বসতি স্থাপন করেছে আর সেখানে (হয়ত ভারতবর্ষ থেকে) আম আমদানির ব্যবসা করছে। 'আম'-এর জায়গা 'আদা', 'আতা' বা 'আটা'-ও নিতে পারে।
Comments
Post a Comment