প্যালিনড্রোম ৬
১. জবা কি ফাঁকিবাজ? ২.১. ইরাকে ডাকে রাই। ২.২. ইরাকে বকে রাই। ২.৩. রাইকে ডাকে ইরা। ২.৪. রাইকে বকে ইরা। শেষ চারটি আমি রাই আর ইরা নামের দুই মহিলার কথা মাথায় রেখে রচনা করেছিলাম। কিন্তু আমার দুই অগ্রজস্থানীয়, সদৃশমনা, বাংলাভাষানুরাগী বন্ধু অভ্র ও আবীর চট্টোপাধ্যায় লক্ষ্য করেন যে, প্রথমটিকে 'ইরাক-এ ডাকে রাই' এইভাবেও ভাবা যায় -- অর্থাৎ কি-না রাই ঊহ্য ব্যক্তিকে ইরাকদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছে। আবার ফেসবুক-বন্ধু অর্ণব মুখার্জি প্রথমটির একটিমাত্র অক্ষর বদলে ' ইরাকে থাকে রাই ' এই প্যালিনড্রোমটি দেন। হয়ত ' ইরাকে হাঁকে রাই '-ও চলতে পারে -- মানে ইরাকদেশে গিয়ে রাই হাঁকাহাঁকি করছে। ৩. রতি, হাওদা দাও হাতির। রতিকান্ত-নামক মাহুতের কাছ থেকে কেউ তার হাতির 'হাওদা' (হস্তিপৃষ্ঠে স্থাপনীয় আসনবিশেষ) চাইছে। ৪. টাক লোক ঠকলো ক'টা? ইন্দ্রলুপ্ত-সমস্যার 'অব্যর্থ' স্বপ্নাদ্য দিব্যৌষধের বিক্রেতা 'সিদ্ধপুরুষ'টিকে তার শাগরেদ কি দিনান্তে, একান্তে এই প্রশ্ন করতে পারে না? লোক-ঠকানো যাদের পেশা, তারা যে 'ক'জন লোক' না ব...