প্যালিনড্রোম ১
'দাদাঠাকুর' শরৎচন্দ্র পণ্ডিত কে শতকোটি প্রণিপাত জানিয়ে উপস্থাপন করছি আমার মস্তিষ্কপ্রসূত কিছু সমানুলোমবিলোম রচনা – ইংরেজিতে যাকে বলে প্যালিনড্রোম ( palindrome )। যেখানে-যেখানে প্রয়োজন মনে করেছি, মূল লেখার নিচে ব্যাখ্যামূলক দু-চার কথাও রেখেছি। এগুলির কোনটি অন্য কেউ আগেই রচনা ক'রে প্রকাশ করেছেন ব'লে পাঠক/পাঠিকা যদি জানেন, তবে প্রমাণসহ আমাকে জানিয়ে বাধিত করবেন। লেঠেলটা হরদের হটাল ঠেলে। অর্থাৎ – জনৈক লাঠিয়াল হর-নামক ব্যক্তি ও তাঁর সঙ্গীদের ঠেলে অপসারিত/পশ্চাৎপদ করলেন। হেন রবীন্দ্র বীর নহে? অর্থাৎ যে রবীন্দ্র-নামক ব্যক্তি এমন, তিনি কি বীরশ্রেণীভুক্ত নন? রবীন্দ্রনাথ কখনো যুদ্ধে যাননি বটে, তবে তাঁর নাইট উপাধি ফিরিয়ে দেওয়া প্রভৃতি বহু সাহসিক কর্মের উল্লেখ ক'রে উক্ত প্রশ্নটি করাই চলে। পুনশ্চ: এই বাক্যের মধ্যস্থিত " রবীন্দ্র বীর " অংশটুকুও সমানুলোমবিলোম! প্রসঙ্গত উল্লেখ্য যে, " রবীনদা দানবীর " এই প্যালিনড্রোমটি আগে থেকেই জানা -- এর মুড়োয়-লেজায় 'ন' আর 'হে' জুড়ে পাওয়া যায় অনুরূপ এক সমানুলোমবিলোম বাক্য " হেন রবীনদা...